রাজনৈতিক অঙ্গনে ইসলামী ফ্রন্টই ইতিবাচক ধারা সৃষ্টি করতে চায়

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ২৬ বছর ধরে স্বাধীন দেশের রাজনৈতিক অঙ্গনে কুরান-সুন্নাহ বিকৃতিকারী সকল কুচক্রীর বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সব সময় সোচ্ছার ছিলেন। নীতি বর্জিত অসাধু রাজনীতির বিপরীতে রাজনৈতিক অঙ্গনে এ সংগঠন ইতিবাচক ধারা সৃষ্টি করতে চায়।

বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের বিচার কার্যক্রম ব্লগার ও কওমী-হেফাজতী বিরোধী চলমান দেশের অধিকার আদায়ের আন্দোলনে ত্যাগের মানসিকতার মাধ্যমে দেশকে সুখী, সমৃদ্ধশালী ও উন্নয়নশীল গড়ে তোলার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। গত ২৩ ডিসেম্বর শুক্রবার বিকালে মধ্যম চন্দনাইশ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-চন্দনাইশ পৌরসভার উদ্যোগে সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর ইসলাম বঈদী এ কথা বলেন।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মো. বদিউল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহার হেলালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব জাফর আহমদ কোম্পানী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভার সি. সহ-সভাপতি মো. জুননুরাইন খোকন, আবু ফকির, আলহাজ্ব ওয়াহিদুল আলম, মো. দিদারুল আলম, জামাল উদ্দিন চৌধুরী, মো. আবদুল কাদের, আলী আহমদ সওদাগর, সাইফুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.