বর্তমানে প্রবাসী আয় ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে

0

সিটিনিউজবিডি  :    ২০১৪-১৫ অর্থবছর শেষ হওয়ার ৪ দিন বাকি থাকতেই প্রথমবারের মতো দেশে প্রবাসী আয় (রেমিটেন্স) ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাস এবং চলতি মাসের ২৬ দিনে মোট ১ হাজার ৫১২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার (১৫.১২৮ বিলিয়নের বেশি) মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের সূত্রে জানা যায়, দেশে আগত রেমিটেন্সের এটি নতুন রেকর্ড। এর আগে ২০১২-২০১৩ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে এসেছিল। ওই বছর রেকর্ড সাড়ে ১৪ বিলিয়িন মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা। আর এবার অর্থবছর শেষ হওয়ার ৪ দিন বাকি থাকতেই রেমিটেন্স ১৫ বিলিয়ন ছাড়িয়ে গেল।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিটেন্স এসেছে ১ হাজার ৩৮৭ কোটি ৭৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। একইসঙ্গে চলতি জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে ১২৫ কোটি ১০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান  বলেন, ‘এক অর্থবছরে ১৫ বিলিয়ন রেমিটেন্স নতুন একটি রেকর্ড। রেমিটেন্স বৃদ্ধি পাওয়াটা একটি সুখবর। বৈধ পথে যত রেমিটেন্স আসবে তত অবৈধ পথে টাকা পাঠানো কমে আসবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.