যুক্তরাষ্ট্র ও কিউবায় পারস্পারিক দূতবাস চালু

0

সিটিনিউজবিডিঃ প্রায় ৫৫ বছর ধরে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে কোন দূতাবাস নেই।  প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও কিউবা তাদের পরস্পরের দেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ১৯৭৭ সাল থেকে দুইদেশের রাজধানীতে ইন্টারেস্ট সেকশন নামে একটি কূটনৈতিক দপ্তর চালিয়ে আসছে প্রতিবেশী দেশ দুটি, তবে তা পুরোপুরি দূতাবাসের মর্যাদা পায়নি। বুধবার হোয়াইট হাউজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেবেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা।

যদিও কবে থেকে দূতাবাসগুলো চালু হবে, তা এখনো নির্ধারণ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, মধ্য জুলাই থেকে সেই প্রক্রিয়া শুরু হবে। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত কিউবার বাতিস্তা সরকারে উৎখাতের পর দুইদেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে গত বছর থেকে দুইদেশ আবার পরস্পরের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র: বিবিসি বাংলা

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.