আজ ব্যাংক হলিডে, সকল লেনদেন বন্ধ

0

সিটিনিউজবিডিঃ আজ ১ জুলাই ব্যাংক হলিডে। ব্যাংকগুলোর অর্থবছরের আর্থিক হিসাব শেষ করা হয় ৩০ জুনের মধ্যে । এ উপলক্ষে বুধাবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে। একই কারণে বন্ধ রয়েছে দেশের উভয় পুঁজিবাজার। জানা গেছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের অর্ধ বার্ষিক (জানুয়ারি-জুন) হিসাব শেষে ১ জুলাই বরাবরের মতো ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। ব্যাংক বন্ধ থাকায় আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা রয়েছে। তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে অর্ধবার্ষিক ব্যালান্স শিট প্রস্তুত করা হয়। এজন্য ১ জুলাই গ্রাহকের সঙ্গে সব ধরনের নগদ লেনদেন বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার থেকে যথারীতি ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন চলবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.