জেল থেকে আল কায়দা জঙ্গিসহ ১২শ বন্দি পালিয়েছে

0

সিটিনিউজবিডিঃ কাল মঙ্গলবার ইয়েমেনের একটি জেল থেকে  সন্দেহভাজন আল কায়দা জঙ্গিসহ ১২শ বন্দি পালিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে এ খবর জানিয়েছে রয়টার্স। ইয়েমেনে জেল পালানো কোনো নতুন ঘটনা নয়। তবে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর এটিই সবচেয়ে বড় জেল পালানোর ঘটনা।

নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে,‘আল কায়দার সমর্থকরা আজ(মঙ্গলবার) তায়িজ শহরের সেন্ট্রাল জেলে হামলা চালিয়েছে। এর ফলে ১২শয়ের বেশি কারাবন্দি পালিয়ে গেছে যাদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত কয়েদিও রয়েছে।’ অন্য এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জেল পালানোদের দলে সন্দেহভাজন আল কায়দা সন্ত্রাসীরাও রয়েছেন। এই ঘটনার জের ধরে শহরের মিলিশিয়াদের মধ্যে ব্যাপক লড়াই ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনে ক্ষমতার দখলকে কেন্দ্র করে শিয়াপন্থি হুতি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট মানসুর হাদির সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। হুতিদের হামলার ফলে চলতি বছর এডেন ছেড়ে সৌদি আরব পালিয়ে গেছেন প্রেসিডেন্ট হাদি। তাকে ফের ক্ষমতায় বসাতে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে আরব জোট। গত ২৬ মার্চ শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর ইয়েমেনে এটি তৃতীয় বৃহত্তম জেল পলায়নের ঘটনা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.