রামগড় স্থল বন্দরের কাজ দৃশ্যমান হবে- জিতেন্দ্র চৌধুরী

0

শ্যামল রুদ্র, রামগড়(খাগড়াছড়ি): বাংলাদেশ-ভারত মৈত্রী আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে দুই দেশের সরকার । আগামী কিছু দিনের মধ্যেই রামগড় ও ত্রিপুরার সাবরুমের মধ্যে মৈত্রী সেতুর কাজ শুরুর মাধ্যমে রামগড় স্থল বন্দরের কাজ দৃশ্যমান হবে। এই বন্দর চালু হলে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। ভারতীয় লোকসভার সদস্য ও সাবেক মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী শুক্রবার (১৩ জানুয়ারী) রামগড়ে অনুষ্ঠিত বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম এর দুই যুগপূর্তি ও ১২তম কাউন্সিল অধিবেশনে গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলা ভাষাকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি আদায়ে বাংলাদেশের ভূমিকা ছিল অনন্য। অনগ্রসর ত্রিপুরা জাতিকে আলোর পথ দেখাতে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম অগ্রণী ভুমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম এর সভাপতি উবিক মোহন ত্রিপুরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলাপরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, উন্নয়ন বোর্ড সদস্য ভূমন মোহন ত্রিপুরা, সাবেক তথ্য অফিসার সুরেশ মোহন ত্রিপুরা, সাহিত্যিক প্রভাংশু ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা , সাবেক জেলা পরিষদ সদস্য মনিন্দ্র ত্রিপুরা , উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন মিয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.