উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

0

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার জন্য স্বাস্থ্যসেবার অঙ্গীকার করে স্বাস্থ্য বিমার কথা বলেছেন। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টকে তিনি এ কথা জানান।

বহুদিন ধরেই ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য সেবা আইন ‘দ্য অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ এর সমালোচনা করে এটা সংশোধন ও পরিবর্তনের কথা বললেও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। ওবামার এই স্বাস্থ্য বিমা ‘ওবামা কেয়ার’ নামেই পরিচিত।

ট্রাম্প টেলিফোনে ওয়াশিংটন পোস্টকে বলেন, তিনি সবার জন্য স্বাস্থ্য বীমা চান এবং স্বাস্থ্যসেবার ব্যয় নিয়ে ওষুধ কোম্পানিগুলোর সরাসরি সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা হল, পর্যায়ক্রমে বিশেষত বয়োজ্যেষ্ঠ ও স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা দেয়া।

বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর উদ্ধৃতি টেনে তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে সুরক্ষিত। এছাড়া আর কিছু নয়। তবে হোয়াইট হাউস ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবাকে সফল উল্লেখ করে বলেছে, দুই কোটির বেশি মানুষ এ আইনের মাধ্যমে স্বাস্থ্য বীমার সুযোগ পেয়েছে।

অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্টে বিদ্যমান পূর্বশর্তের কারণে বীমা কোম্পানিগুলোর স্বাস্থ্যসেবা প্রদান থেকে বিরত থাকা নিষিদ্ধ, আজীবন বীমা চুক্তি বিলোপ এবং ২৬ বছর বয়সের আগ পর্যন্ত বাবা-মার স্বাস্থ্য পরিকল্পনায় সন্তানের অন্তর্ভুক্তির অনুমোদন দেয়া হয়েছে।

ওবামাকেয়ারের এ তিনটি আইনই মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়েছে। ডেমোক্রেটরা মনে করেন, আইন বাতিল করা হলে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।

ওয়াশিংটন পোস্টকে ট্রাম্প বলেন, ‘আমরা সবার জন্য বীমার ব্যবস্থা করতে যাচ্ছি। এ আইনে মানুষ আরো উন্নত স্বাস্থ্য সেবা পাবেন। ব্যয় অনেক কম হবে এবং উন্নত চিকিৎসা পাবেন।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.