বোয়ালখালীতে দুই প্রতারক কবিরাজকে কারাদণ্ড

0

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে দুই প্রতারক কবিরাজকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি।

তিনি জানান, নাটোর জেলার সিংড়া উপজেলার পারসিংড়া গ্রামের গোলাম রসূল এর ছেলে আবুল কাশেম (৩৬) ও একই গ্রামের সাবেদ আলী এর ছেলে আলাউদ্দিন(৬২)কে বাংলাদেশ ইউনানী এবং আয়ুর্বেদীকক প্র্যাকটিশনার অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

এসময় তাদের কাছ থেকে জব্দকৃত অনুমোদন বিহীন প্রায় ৫০হাজার টাকার ইউনানী ঔষধ ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়।

উপজেলার পশ্চিম শাকপুরার প্রবাসী সাইফুর রহমানের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সাইফুর জানান, আমার বোনের প্রতিবন্ধী ছেলে ইমন (৮)কে ভালো করে দেয়ার শর্তে ১০ হাজার টাকার চেক দিয়েছিলাম তাদের। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি ওরা ভন্ড।
সবুজ/এএম

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.