চার কোটি টাকায় বায়েজিদ-রুবি গেইট সড়ক সংস্কার কাজের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন থেকে বায়েজিদ-রুবি গেইট সড়কে দুর্ভোগ এবার কমবে। খানাখন্দে ভরা এ সড়ক সংস্কারে হাত দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এতে ব্যয় হবে তিন কোটি ৯৪ লক্ষ টাকা। সড়কটি সংস্কার হলে দীর্ঘদিন থেকে চরম দূর্ভোগে থাকা লোকজনের মধ্যে স্বস্থ্যি আসবে।
৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম উক্ত সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর মোরশেদ আলম বলেন, দীর্ঘদিন থেকে এ সড়কটি খানাখন্দে ভরে গেছে। এতে করে পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ লাগবে কর্পোরেশন সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিক মান বজায় রেখে কাজ করবেন। সঠিক মানের ব্যাপারে কোন আপোষ করা হবে না। এলাকার জনদূর্ভোগ লাগবের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কর্পোরেশনের কাজে সহযোগিতা করতে হবে।

সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহমুদুল হক, সহকারী প্রকৌশলী আবু সিদ্দক, নাসিরাবাদ শিল্পাঞ্চল ইউনিট আওয়ামীলীগের সভাপতি জাফর আহমদ, সাধারন সম্পাদক বজল আহাম্মদ, পলিটেকনিক্যাল ইউনিট আওয়ামীলীগের সভাপতি হোসেন মোহাম্মদ মাসুদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান, মাইজপাড়া মহল্লা কমিটির সাবেক সাধারন সম্পাদক মো. ইসহাক, রুবী গেইট সিএন্ডবি মহল্লা কমিটির সভাপতি শানু মিয়া, সাধারন সম্পাদক জয়নাল গাজী, সিএন্ডবি জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আলী আক্কাছ, রুবী গেইট মিসফালাহ মহল্লা কমিটির সাধারন সম্পাদক মো. বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম,সমাজ সেবক মো. রাসেল, সদস্য আব্দুল মতিন, নুর মোহাম্মদ, ক্রীড়া সংগঠক কামরুল হাসান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.