চন্দনাইশ পূর্ব জোয়ারাতে ঈসালে সওয়াব মাহফিল

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারার বিশিষ্ট সমাজসেবক ও চাক্তাই এর ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আহমদ হোসেন সওদাগরের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়।

গত মঙ্গলবার ২৪ জানুয়ারি বাদে মাগরিব হতে রাতব্যাপী পূর্ব জোয়ারা নতুন জামে মসজিদ মাঠে ঈসালে সওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মামুনুর রশিদ ফারুকী। তকরির করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলহাজ্ব মাওলানা ড. এ এস এম বোরহান উদ্দিন, চন্দনাইশ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, মাওলানা মোজাহেরুল ইসলাম, মাওলানা আলতাফুর রহমান আলকাদেরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি-মক্কা মনোয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, প্রাক্তন কাউন্সিলর মো. আবদুল মন্নান, আলহাজ্ব ফেরদৌস ওয়াহিদ, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এস এম মুছা তসলিম, মো. সেলিম উদ্দিন, মাওলানা মো. কলিম উদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন খোকন, মো. মুজিবুর রহমান, আবদুল মাবুদ বাচা, শাহ আলম প্রমুখ। মাহফিলে বক্তাগণ বলেন, নবী করিম (দ:) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ণাঙ্গ জীবন গড়ার আহ্বান জানান। ইসলামী জীবন গঠনের পাশাপাশি প্রত্যেক সন্তানের উচিত পিতা-মাতার খেদমত করা। সন্তান যেন আদর্শ মানুষ হয় এবং উত্তম চরিত্রের অধিকারী হয় সে জন্য বাবা-মা শৈশব থেকেই আপ্রাণ চেষ্টা করেন। আর এ জন্যই পৃথিবীর সর্ব ধর্মই বাবা-মাকে বিশেষ সম্মান দিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.