বিজিবির অভিযানে মদ জব্দ ও গ্রেফতার ১

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)::৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রেজু আমতলী বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ১৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৭ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। রেজু বিজিবির সদস্যরা বুধবার রাতে ঘুমধুম ইউনিয়নের শালবাগান নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১১৪ বোতল বার্মিজ মদ ও রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান বিদেশী মদ উদ্ধার করেন।এ সময় কাউকে আটক করতে পারেনি।

এদিকে কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজা প্রাপ্ত আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উখিয়া থানার উপ-পরিদর্শক আবুল কালাম ও সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে জালিয়া পালং ইউনিয়নের ছৈয়দ আলমের ছেলে মোঃ হোছেন (৫০) কে আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে একটি বন মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও সাজা প্রদান করেন আদালত। এছাড়াও আরো বিভিন্ন মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.