ত্বরিকত চর্চার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

0

বোয়ালখালী প্রতিনিধি::বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা ইয়াযদাহুম উদ্যাপন উপলক্ষে আয়োজিত আযিমুশ্শান ত্বরীকত কন্ফারেন্সে বক্তারা বলেছেন, সুন্নিয়ত চর্চার মাধ্যমে অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম মানে শান্তি। আত্মার শান্তির জন্য মানুষ কত কিছুই না করছে। সুন্নিয়ত এ শান্তির বার্তা প্রচার করে দ্বীনি শিক্ষার ছায়া তলে আসার আহ্বান জানান বক্তারা।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে আন্জুমান-এ নক্শবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ বোয়ালখালীর ব্যবস্থাপনায় এ কন্ফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সাংসদ মঈন উদ্দিন খান বাদলের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কাযী সৈয়্যদ মুহাম্মদ আবদুশ্ শকুর রায়হান আযিযী নক্শবন্দী (মা.)।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ধর্মপুর দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা কাযী সৈয়্যদ তাহ্সিন আহমদ নকশবন্দী মুজাদ্দেদী (মা.)।মো. ইলিয়াছ চৌধুরী ও কাজী আব্দুল আউয়াল মঞ্জু এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সাতকানিয়া রসুলাবাদ ফাযিল ডিগ্রি মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ.ন.ম. আহমদ রেজা নক্শবন্দী, আযিমুশ্শান ত্বরীকত কন্ফারেন্সের আহ্বায়ক হাজী মো. আনোয়ার হোসাইন চৌধুরী, মাওলানা ইউনুচ রেজভী।

কন্ফারেন্সে বক্তারা বলেছেন, সুন্নিয়ত ও ত্বরিকত চর্চার মাধ্যমে জঙ্গিবাদ দমন সম্ভব। বিশ্বব্যাপী মুলসমানদের জঙ্গির অপবাদ দেয়া হচ্ছে। মুসলমান হয়ে মুসলমানের গুলি করছি। এর সুর ধরে আমেরিকার ট্রাম সাত মুসলমান দেশের প্রবেশ নিষেধ করে দিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.