বিচারকের প্রতি অনাস্থা খালেদা জিয়ার

0

সিটিনিউজ ডেস্ক :     জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারী) ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে ন্যায়বিচার পাবেন না জানিয়ে বিচারকের প্রতি অনাস্থা দেন খালেদা জিয়ার আইনজীবীরা। সকাল ১১ টায় খালেদা জিয়া আদালতে উপস্থিত হন।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে।

এর আগে, সোমবার মামলাটি পুনরায় তদন্ত করতে আবেদন করেন তার আইনজীবীরা। সময়ের আবেদন দাখিল করেন খালেদা জিয়া। আদালত সময়ের আবেদনটি শুনানির জন্য বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।

বেগম খালেদা জিয়া ২৬ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এম হেলাল উদ্দিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.