ভারত সফরের উদ্দেশে টাইগারদের ঢাকা ত্যাগ

0

স্পোর্টস ডেস্ক:: ভারতের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করেছে মুসফিক বাহিনী। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা।

 

২ ঘণ্টা ১০ মিনিটের বিমান ভ্রমণ শেষে হায়দরাবাদে পৌঁছবে বাংলাদেশ দল। ১৫ সদস্যের দলের সঙ্গে টিম ম্যানেজার সাব্বির খান, কোচ ও টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে ২৩ জনের বহর যাচ্ছে হায়দরাবাদে।

 

হায়দরাবাদে পৌঁছে প্রথম দুই দিন বিশ্রাম নেবেন টাইগাররা। যদিও এসময় ঐচ্ছিক অনুশীলন রয়েছে মুশফিক-সাকিবদের। এরপর ৫ ফেব্রুয়ারি সেচুন্দেরাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৭ ও ৮ ফেব্রুয়ারি ম্যাচ ভেন্যু রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হবে ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। ম্যাচ শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মুশফিকদের।

 

টেস্ট ক্রিকেটে অভিষেকের ১৭ বছর পর এবারই প্রথম ভারতের মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এ টেস্ট ম্যাচটি গত আগস্টে কলকাতায় হওয়ার কথা ছিল। নানা কারণে সে সময় না হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে হায়দারাবাদে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় বিসিসিআই।

 

বাংলাদেশের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন দাস ও শুভাশিস রায়।

 

ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেস্বর পুজারা, রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জায়ান্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, অমিত মিশরা, আভিনব মুকুন্দ, ভুবেনেশ্বর কুমার, কারুন নায়ার, হারদিক পান্ডিয়া।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.