মহেশখালীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সহ ২ জন আটক

0

শহিদুল ইসলাম : কক্সবাজারের মহেশখালী উপজেলার কেরুনতলী এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি সহ ২ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্যরা ৫ (ফেব্রুয়ারী) রবিবার ভোর রাত ৩ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ৫ ঘন্টা ব্যাপী মহেশখালী উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ২ জন আসামীকে আটক করেন। ধৃত আসামীরা হলেন, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার মৃত হাজী আব্দুল মাবুদের ছেলে মোঃ সেলিম (৩৫) ও কালালিয়াকাটা এলাকার মোঃ জাফর আহমদের ছেলে মোঃ এরশাদুল্লাহ (২৬)। এদের জিজ্ঞাসাবাদে ও জনৈক স্বপনের খামার বাড়ি তল্লাশী করে ১২ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেন। এ সময় ২টি বিদেশী ওয়ান শোটার গান, ১টি ২২ বোর রাইফেল, ১টি ডিজিবিএল, ৭টি এসবিবিএল, ০১ টি ওয়ান শুটারগান, ৮৫ রাউন্ড গুলি ১০৬ টি খালি খোসা উদ্ধার করা হয়। ধৃত আসামী সেলিমের বিরুদ্ধে ৩টি হত্যাসহ ১২ টি মামলা ও মোঃ এরশাদুল্লাহর বিরুদ্ধে ৬টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক কক্সবাজারের মহেশখালী থানায় সোপর্দ করা হবে বলে র‌্যাব- ৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানিয়েছেন। দেশের সবচেয়ে অর্থনৈতিক ও ভৌগলিক ভাবে গুরুত্বপূর্ণ কক্সবাজার। এ জেলায় সন্ত্রাস, মাদক, চোরাচালান, অপহরণ এবং অন্যান্য বিভিন্ন অপরাধ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। র‌্যাব-৭ এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.