চট্টগ্রামে ৮ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী ‘রিহ্যাব ফেয়ার’ উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক::‘‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ”এই শ্লোগান নিয়ে নগরীতে ১০ম বারের মত অনুষ্ঠিত হবে ৩দিনের আবাসন মেলা ‘রিহ্যাব ফেয়ার’ ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে তিনদিন ব্যাপি মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

মেলায় আগত দর্শকদের টিকিটের অর্থ থেকে দুঃস্থ শিশুদের জন্য বিশেষ অনুদান দিবেন বলে ঘোষনা দেন দিয়েছেন রিহ্যাবের কর্মকর্তারা।মেলায় ৭২টি প্রতিষ্ঠানের৯০টি স্টল তাদের সুযোগ-সুবিধা সমুহ ক্রেতাদের নিকট তুলে ধরবেন বলে জানান।

এই ফেয়ার কে কেন্দ্র করে শিশুদের চিত্রাঙ্গন,সাইকেল র‌্যালী ও আবাসন সঙক্রান্ত সেমিনার এবং ঐতিহ্যবাহী মেজবান কর্মসূচি থাকছে।

মেলাটি ৮,৯,১০ফেব্রুয়ারি দুই ধরণের টিকিটের মাধ্যমে সকাল ১০টা হতে রাত্র ৮টা পর্যন্ত চলবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.