আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কেউ

0

খেলাধুলা : সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে আগেই দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশি এই দুই তারকা ক্রিকেটারের আইপিএলের এবারের আসরে খেলা হচ্ছে নিশ্চিত। তবে সাকিব-মুস্তাফিজ বাদে আইপিএলের এবারের আসরে দেখা যাবে না অন্য কোনো টাইগার ক্রিকেটাকে।

সোমবার রাতে আইপিএল কর্তৃপক্ষ এবারের নিলাম তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম পাওয়া যায়নি। শুধু বাংলাদেশ না পাকিস্তানের কোনো ক্রিকেটারের নামও নেই তালিকায়। অবশ্য বিগত কয়েক আসরেও পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণে ‘নিষেধাজ্ঞা’ দেখা গেছে। সামর্থ্য থাকা সত্ত্বেও বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম কেন নেই, সেই প্রশ্নের উত্তরও নেই!

আগামী ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের দশম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। প্রাথমিক তালিকায় রয়েছেন ৭৯৯ জন ক্রিকেটার। এ সপ্তাহে ফ্র্যাঞ্চাইজিরা কাদের রাখতে চাইছে, সেটা জানানোর পর পর নিলামের তালিকা চূড়ান্ত করা হবে। প্রাথমিক তালিকায় ১৬০ জন আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছেন। জাতীয় দলের বাইরে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ৬৩৯ ক্রিকেটার আছেন। এবারই শেষবারের মতো ক্রিকেটারদের রেখে দেওয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি দশ বছরের। এবার সেই চুক্তি শেষ হচ্ছে। ২০১৮ সালের আইপিএলের দল গঠন হবে নতুন আঙ্গিকে।

এবারের আইপিএলে প্রাথমিক তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে নিলামে সর্বোচ্চ দর পেয়েছেন সাত ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ২ কোটি রূপি। এ তালিকার ক্রিকেটাররা হলেন ইশান্ত শর্মা, এউইন মরগান, মিচেল জনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, অ্যাঞ্জেলো ম্যাথুস, প্যাট কামিন্স। দেড় কোটি রূপির তালিকায় আছেন জনি বেয়ারস্টো, ট্রেন্ট বোল্ট, নাথান লায়ন, ব্র্যাড হ্যাডিন, কাইল অ্যাবট, জেসন হোল্ডার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.