বাংলাদেশ টেস্টের আগে টুইট বিতর্ক অশ্বিন

0

সিটিনিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে খুব সক্রিয় রবিচন্দ্রন অশ্বিন। নিজের দৈনন্দিন জীবনের অনেক কিছুই ভক্তদের সামনে তিনি তুলে ধরেন এই মাইক্রো ব্লগিং সাইট দিয়ে। কিন্তু এবার তার একটি টুইট উসকে দিয়েছে রাজনৈতিক বিতর্ক।

গত রোববার এক টুইটে অশ্বিন লেখেন, ‘তামিলনাড়ুর সব তরুণদের বলছি, ২৩৪টি চাকরির সুযোগ খুব দ্রুত তৈরি হচ্ছে।’ আর এরপরই শুরু হয় বিতর্ক। অনেকে লেখেন টুইট করে অশ্বিন নাকি তার রাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের ছোট করেছে।

তামিলনাড়ু রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা ২৩৫। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে শশীকলার নাম। শশীকলা কবে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সেই দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে অশ্বিনের টুইট দেখে অনেকেই মন্তব্য করেছেন তিনি নাকি শশীকলা বাদে বাকি ২৩৪জন সাংসদের পদ নিয়ে কথা কটাক্ষ করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.