পলিথিন কারখানাকে জরিমানা

0

সিটিনিউজবিডি :   রাজধানীর আরমানিটোলা ও বংশালে অভিযান চালিয়ে তিনটি পলিথিন কারখানাকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানা তিনটি সিলগালাও করে দেয়া হয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হলো- শিহাব প্রিন্টিং অ্যান্ড প্রেস, মক্কা প্রিন্টিং অ্যান্ড প্রেস ও মীম প্রিন্টিং অ্যান্ড প্রেস।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় জরিমানা ও সিলগালা করা হয়েছে।

তিনি জানান, সরকারিভাবে পলিথিন উৎপাদন এবং উৎপাদন ও বাজারজাত করা নিষিদ্ধ। কিন্তু প্রতিষ্ঠান তিনটি সরকারি নিষেধাজ্ঞা না মেনে পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.