‘কাস্তুরী’চাইনিজে ৯ শিক্ষার্থীকে সতর্ক করলেন ম্যাজিস্ট্রেট

0

নিজস্ব প্রতিবেদক : কলেজ চলাকালিন সময়ে চাইনিজ রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়ায় ৯ কলেজ শিক্ষার্থীকে আটক করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমান আদালত। পরে তাদের কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, আগ্রাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন। এসময় লাকী প্লাজা সংলগ্ন সাউথল্যান্ড সেন্টারের তৃতীয় তলায় ‘কাস্তুরী’ মিনি চাইনিজে অভিযান চালানো হয়। অভিযানে রেস্টুরেন্টটিতে ছোট ছোট কক্ষে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আড্ডা দেওয়ার সময় ৯ জন (৫জন ছাত্রী, ৪জন ছাত্র) কলেজ শিক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমান আদালত। আটক ৯ জনের সবাই বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী নিশ্চিত হওয়ার পর তাদের কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন বলেন, সাউথল্যান্ড সেন্টারের তৃতীয় তলায় মিনি চাইনিজ রেস্টুরেন্টটিতে কলেজ চলাকালিন সময়ে ছাত্র-ছাত্রীরা আড্ডা দিচ্ছিল। ওখানকার পরিবেশ নোংরা। আটক ৯ জন আর কখনো এমন কাজ করবে না বলে মুছলেখা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.