সিইসি নিয়ে বিএনপি নেত্রীর প্রতিক্রিয়া হাস্যকর: হাছান

0
সিটিনিউজ ডেস্ক:: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বয়ং আল্লাহ পাকও বিএনপিকে সন্তুষ্ট করতে পারবে না। তার বড় প্রমাণ হলো, রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন তা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. হাছান বলেন, আল্লাহ পাক যদি একজন ফেরেস্তাকেও সিইসি হিসেবে পাঠান তার মধ্যেও বিএনপি দলীয় গন্ধ খুঁজবে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি নেত্রী যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা হাস্যকর। কারণ, জনতার মঞ্চ হয়েছিল ঢাকায়, তখন বর্তমান সিইসি জেলা প্রশাসক হিসেবে কুমিল্লায় কর্মরত ছিলেন।
আওয়ামী লীগ হকার্স লীগ আয়োজিত জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ও শ্রমজীবী মানুষের অধিকার শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসমএম জাকারিয়া হানিফ।
সভায় ড. হাছান বলেন, আমরা হাঁটুভাঙা বিএনপিকে দেখতে চাই না।
গণতন্ত্রের জন্য বিএনপিকে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্যে দেন আওয়ামী লীগ নেতা এমএ করিম, আবদুল হাই কানু, অরুণ সরকার রানা, রুকন উদ্দিন পাঠান, এএমএ জাহাঙ্গীর,  নুরুল হুদা, কাজী মিজানুর রহমান প্রমুখ।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.