ভ্রমণ নিষেধাজ্ঞা জারির চিন্তা করছেন ট্রাম্প

0

আন্তর্জাতিক : আগের নিষেধাজ্ঞা আপিল আদালতে রহিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারির চিন্তা করছেন। প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সোম অথবা মঙ্গলবারের মধ্যে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে।

মূল ভ্রমণ নিষেধাজ্ঞা রোধ করে আদালত যে রায় দেন, সেই রায় সান ফ্রান্সিসকোর আপিল আদালত বহাল রাখার পর ট্রাম্প তার প্রতিক্রিয়ায় নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কথা জানালেন। মূল ভ্রমণ নিষেধাজ্ঞায় সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেন ট্রাম্প।

তবে নতুন নিষেধাজ্ঞার রূপ কেমন হবে, তা এখনো জানা যায়নি। ট্রাম্প জানিয়েছেন, নতুন নিষেধাজ্ঞা আগের চেয়ে কিছুটা পরিবর্তন করা হবে। তবে বিবেচনাধীন নতুন নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

শুক্রবার ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারির বিষয়ে সাংবাদিকদের জানালেও তার প্রশাসন চাইছে মূল নিষেধাজ্ঞা নিয়ে তারা আদালতে লড়বেন। গত সপ্তাহে সিয়াটলের একটি আদালত ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা রোধ করেন এবং গতকাল সেই রায় বহাল রেখেছেন সান ফ্রান্সিসকোর আদালত।

আদালতের রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘এই লড়াইয়ে আমরা জিতব।’ তিনি বলেন, ‘তবে এর দুর্ভাগজনক বিষয় হলো, এতে সময় লাগবে। এ লড়াইয়ে আমরা জিতবই। তবে নতুন নিষেধাজ্ঞা জারিসহ আমাদের হাতে অনেক বিকল্প আছে।’

বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট অব আপিলস সিয়াটলের বিচারকের রায় বহাল রেখে রায় দেন। সূত্র-অনলাইন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.