‘ইউনুস-বিএনপি বিশ্বাস ঘাতকতা করেছেন’

0

সিটিনিউজ ডেস্ক:: ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেছেন, পদ্মাসেতু দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দার অন্তরালে ড. মো. ইউনুছ এবং প্রকাশ্যে বিএনপি এই সেতু নির্মাণে বাধা দান করে জাতীয় উন্নয়নের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

নিলু বলেন, ২০১০ সালে পদ্মাসেতু তদারকির জন্য একটি বিদেশী কোম্পানির সাথে চুক্তির প্রাক্কালে বিশ্বব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির পরিকল্পনার অভিযোগ উত্থাপন করে প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। যে কাজ আরম্ভই হয় নাই, সেই কাজের উপর বড় ধরনের দুর্নীতির অভিযোগ কল্পনা প্রসূত তামাশা ছাড়া অন্য কিছুই হতে পারে না।

তিনি আরও বলেন, আজকে কানাডার আদালতের রায়ে প্রমাণিত হলো কুচক্রিরা রাজনৈতিক ষড়যন্ত্র করে দেশের উন্নয়নে বাধা দিতে চেয়েছিল। আমরা এই জাতীয় স্বার্থ বিরোধী ষড়যন্ত্রকারীদের চিনে রাখার আহ্বান জানাচ্ছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.