ভূজপুরে ১৩ জুয়াড়িকে ১৫ দিনের কারাদন্ড

0

নিজস্ব প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকা থেকে ভ্রাম্যমান আদালত ১৩ জুয়াড়িকে আটক করে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় হারুয়ালছড়ির শান্তির হাট এলাকার জনৈক জাহাঙ্গীরের বিন্ডিং এর ২য় তলা হতে জুয়ার আসর থেকে হাতে নাতে ১৩ জনকে আটক করে । তারা হলেন, ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আমিনুল হকের পুত্র মুহাম্মদ মহসিন (৩৫),উপজেলার দক্ষিন সুন্দরপুর গ্রামের হাজী আবুল হাসেমের পুত্র আবু তাহের (৩৮), পাইন্দং ইউপি’র হাইদ চকিয়া গ্রামের মৃত সেকান্দর আলীর পুত্র মুহাম্মদ ইউনুছ (৩০),একই গ্রামের সেকান্দরের পুত্র পারভেজ (১৮), সুন্দরপুর ইউপি’র আজিমপুর গ্রামের মুহাম্মদ কাসেমের পুত্র মুহাম্মদ হেলাল (৩৪),একই গ্রামের মৃত আবুল কালামের পুত্র ওসমান গনি (৪৫),একই গ্রামের হাজী বজল আহম্মদের পুত্র ফারুক আহম্মদ (৩৪),পৌর সভার ধুরুং গ্রামের শামসুল আলমের পুত্র মুহাম্মদ সৈকত (২৮),একই গ্রামের আহম্মদ কবিরের পুত্র সাইফুদ্দিন (২৮), সুন্দর পুর ইউপি’র আজিমপুর গ্রামের ফজলে করিমের পুত্র মুহাম্মদ দৌলত (৩৩), সুন্দর পুর ইউপি’র পশ্চিম সুন্দরপুর গ্রামের ইউসুফের পুত্র মুহাম্মদ শাহিন (২৯),একই গ্রামের নুরুল ইসলামের পুত্র আবদুল খালেক (২৬), একই গ্রামের মৃত কবির আহম্মদের পুত্র রহমত উল্লাহ (৩০)। পরে থানা পুলিশ আটকদের নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে জুয়া আইনের ১৮৬৭ এর ৪ ধারায় ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.