টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ

0

খেলাধুলা : ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরেছে বাংলাদেশ দল। মাঝে ১২ দিন বিরতির পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।

বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের দাবি মেনে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে সিরিজ। ৭ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ১৫ মার্চ থেকে।

আগামী ২ ও ৩ মার্চ একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের আনুষ্ঠানিক সময়সূচি দুই আগামী দুই দিনের মধ্যেই ঘোষণা হওয়ার কথা। শ্রীলঙ্কা সফরের জন্য ২০-২১ ফেব্রুয়ারির দিকে ১৫ সদস্যের দল ঘোষণার কথা। সঙ্গে ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যোগ হতে পারেন আরো দুজন। জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা ২৪ ফেব্রুয়ারি থেকে।-অনলাইন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.