শহীদ আল্লামা ফারুকী (রহ.)’র স্মরণে ছাত্র সমাবেশ

0

আনোয়ারা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম.এ মতিন বলেছেন, দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা সেনাপতির দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি এলাকার তরুন সমাজের বেকারত্ব দূর করতে কেইপিজেডসহ আনোয়ারায় প্রতিষ্ঠিত সকল কারখানায় আনোয়ারাবাসীর চাকরি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া পশ্চিম আনোয়ারায় একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৬টায় আনোয়ারা উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার চত্ত্বরে অনুষ্ঠিত বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহান ভাষা দিবস ও শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ.)’র স্মরণে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদ।

সংগঠনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ জাহেদুল হকের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন পীরে তরিক্বত আল্লামা শাহসূফি সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা বারী। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নিজামুল করিম সুজন।

ছাত্রনেতা মহিউদ্দিন ও আরিফ মঈনুদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাওলানা এস.এম শাহজাহান, ইসলামী ফ্রন্ট মজলিশে সূরা সদস্য সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, শায়ের মাওলানা এনামুল হক, এইচ.এম ফজল আহম্মদ, ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সভাপতি নাছির উদ্দিন ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মুহাম্মদ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক ডি.আই.এম জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহম্মদ নুর আলকাদেরী, অর্থ সম্পাদক মোরশেদ আলম মুন্সী প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.