সিরিয়ার বিভিন্ন শহরে সরকারি বাহিনীর বিমান হামলা

0
আন্তর্জাতিক ডেস্ক::সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা হমস ও দামেস্কর শহরতলীসহ  কয়েকটি শহরে রবিবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। বিরোধী ও মানবাধিকার সংগঠনের বরাতে এ খবর পাওয়া গেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিমান হামলায় দেশটির রাজধানীর শহরতলী ডুমায় একজন এবং হমসের পাশের আল-ওয়ায়ের এলাকায় ৩ জন নিহত হয়েছে। ওদিকে দেরা ও ইদলিব প্রদেশে গুলি ও রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, আইএসআইএল থেকে তাদেফ শহর দখলে নিয়েছে সরকারি বাহিনী। শহরটি উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-বাবের কাছে অবস্থিত। “সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে যতক্ষণ না দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হচ্ছে।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা’কে এক বিবৃতিতে একথা জানায় সেনাবাহিনী। আল জাজিরা।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.