উখিয়ায় রোহিঙ্গা শুমারি শুরু

0

শহিদুর ইসলাম উখিয়া প্রতিনিধি::মিয়ানমার বাহিনীর অত্যাচার ও নিপীড়নের মুখে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের তালিকা করার উদ্দ্যোগ নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার উপজেলার ৫টি ইউনিয়নে শুরু হয়েছে শুমারি কার্যক্রম। পাশাপাশি কুতুপালং রোহিঙ্গা বস্তি ও বালুখালী টালে এ কার্যক্রম শুরু হয়েছে বলে বালুখালী টালে থাকা এ ব্লকের মাঝি খলিল জানিয়েছেন। উপজেলার ৫টি ইউনিয়নে ৮৭ জন গণনাকারী নিয়োগ দিয়েছে পরিসংখ্যান ব্যুরো।আ্গামী ১০ মার্চ পর্যন্ত শুমারির কাজ চলবে।

হলদিয়াপালং ইউনিয়নে ২জন, রত্নাপালং ইউনিয়নে ২জন, জালিয়াপালং ৩জন, পালংখালী ইউনিয়নে ১৬ জন, রাজাপালং ইউনিয়ন, কুতুপালং বস্তিতে ৬৪ জন গণনাকারী এ কাজ করবে। পরিসংখ্যান ব্যুরো উখিয়া অফিসের দায়িত্বরত নুরুল কবির সাথে এ বিষয়ে জানতে চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ রয়েছে।

মিয়ানমারের পোয়াখালী গ্রামের সাবেক চেয়ারম্যান ও বালুখালী টালে বসবাসকারী আবুল ফয়েজ বলেন, গতকাল মঙ্গলবার ৪জন নারী,৬জন পুরুষ ও ৪জন গুলি খাওয়া লোকের সমস্ত তথ্য সংগ্রহ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.