একুশে’র মা-বাবাকে খুঁজতে আদালতের নির্দেশ

0

নিজস্ব প্রতিবেদক::একুশের প্রথম প্রহরে নগরীর আকবর শাহ থানা এলাকায় কুড়িয়ে পাওয়া শিশু একুশে’র মা-বাবাকে শনাক্তের জন্য পুলিশকে আদেশ দিয়েছেন আদালত। আদেশে ১২ মার্চের মধ্যে নগরীর আকবর শাহ থানাকে বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে আদালতকে অবহিত করতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের শিশু বিষয়ক বিশেষ আদালতের বিচারক (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) জান্নাতুল ফেরদৌস এই আদেশ দিয়েছেন।

এদিকে আদালতের আদেশে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের হাসপাতালের পরিচালকের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। প্রতিবেদনে একুশ সুস্থ আছে বলে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন শিশু আদালতের সাধারণ নিবন্ধন শাখার এএসআই মনির আহমেদ।

এদিকে নবজাতক একুশকে দত্তক নিতে মোট ৯টি আবেদন আদালতে জমা পড়েছে বলে জানা গেছে।

গত ২০ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টার দিকে নগরীর কর্ণেলহাট এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ড্রেনে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক।তারা আকবর শাহ থানার সেকেন্ড অফিসারকে ফোন করে বিষয়টি জানান।

আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে টহলরত পুলিশকে নবজাতক শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন। পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওই নবজাতককে প্রথমে নগরীর এ কে খান এলাকার আল আমিন হাসপাতাল এবং এরপর নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়।

ওই হাসপাতালে ইনকিউবেটর খালি না থাকায় শিশুটিকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নাম্বার ওয়ার্ডে। শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (ইনকিউবেটর) রেখে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। সঙ্গে থেকে পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারক করেন ওসি আলমগীর মাহমুদ।

এরপর গত ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে নবজাতককে উদ্ধার করা নিয়ে একটি প্রতিবেদন দেন আকবর শাহ থানার ওসি। চট্টগ্রামের প্রথম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ নবজাতকের সুচিকিৎসার ব্যবস্থা করতে চমেক হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছেন। আর নবজাতককে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয়ার জন্য আকবর শাহ থানার ওসিকে নির্দেশ দেন।

একুশের রাতে উদ্ধার হওয়ায় সেই নবজাতকের নাম ‘একুশ’ রেখেছেন আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.