দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে সোনা মিয়া চৌধুরীর অবদান অন্যতম

0

সিটিনিউজবিডি ডেস্ক :  আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:)’র বার্ষিক ফাতেহা শরিফ উপলক্ষে আলোচনা সভা গত ৫ মার্চ চন্দনাইশ উপজেলার বরকল ছালমতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র আহবায়ক সংগঠক মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষার আলোয় দেশ ও জাতির সফলতার চাবিকাঠি ও পথ নির্দেশক। পারিত্রিক কল্যাণের স্বর্ণদ্বার করায়াত্তে শিক্ষার বিকল্প নেই।

মহান আল্লাহ তায়ালা শিক্ষা অর্জনের নির্দেশনা দিয়েছেন ও মহানবী (দ:) আদর্শিক সমাজ গঠনেও নৈতিক উৎকর্ষ সাধনে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন। এ আলোকে বাংলাদেশে ইমলামী শিক্ষা প্রচার-প্রসারে যে সব মহান মনিষীরা এগিয়ে এসেছেন তাদের মধ্যে আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:) অন্যতম। তিনি ১৯৬৮ সালে বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। প্রাশিপ কর্মকর্তাগণ আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:)’র অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে “প্রাশিপ” অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রাশিপ’র অর্থ সচিব জি.এম শাহাদত হোছাইন মানিক।

মুহাম্মদ আবদুল মুবিনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রাশিপ’র সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ফেরদাউসুল আলম খান আলকাদেরী, এডভোকেট মুহাম্মদ মোর্শেদুল আলম, মুহাম্মদ সাইফুর রহমান, মুহাম্মদ গিয়াস উদ্দীন সিদ্দিকী, মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা ক্বারী মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মুহাম্মদ এমরানুল ইসলাম, মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, মাওলানা মুহাম্মদ আজিজুল হক, মুহাম্মদ আরকান, মাওলানা মীর মুহাম্মদ জামশেদুল আলম আনসারি, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান, মাওনানা মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, মুহাম্মদ মোশারফ হোসেন, হাফেজ মুহাম্মদ শফিউল করিম, মুহাম্মদ এমরান, মুহাম্মদ রাসেল উদ্দীন চৌধুরী, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, রিজাত হোসেন, মোসাব্বিন খান মাহি, আলা উদ্দীন মুহাম্মদ শেফাত, মো: সরওয়ার, হাসনাইন রেজা হাসিব, মুহাম্মদ আলী আকবর, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মো:সরওয়ার হোসেন, মোহাম্মদ সোলাইমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রাশিপ কর্মকর্তাগণ আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী (রহ:) ও মরহুম ফরিদুল আলম চৌধুরীর মাজার জিয়ারত, পুস্পস্তবক অর্পণ, মিলাদ কিয়াম করেন। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.