সরকারী খাল দখল করে পাকা ঘর নির্মাণ, ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ

0
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার মান্দারীটোলায় সরকারী খাল দখল করে পাকা ঘর নির্মাণ করায় আজ সোমবার দুপরে ভ্রাম্যমান আদালতে উচ্ছেদ করা হয়। সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন এর নের্তৃত্বে ১২ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের মান্দারিটোলা এলাকার কৃষ্ণপুর মৌজার ১ নং খাস খতিয়ানের ৩৭৮ দাগের সরকারি খালের উপর  মান্নান খান,পিতা-মনিরুজ্জামান,সাং-নূর মিয়ার বাড়ি,মান্দারিটোলা স্থায়ী পাকা ঘর নির্মান করার সময় মোবাইল কোর্টের তপশীলভুক্ত, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) অধ্যাদেশ -১৯৭০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান অভিযান টিমকে দেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি এবং মালিককেও পাওয়া যায় নি। এসময় নির্মিত স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয় এবং নির্মান সামগ্রী (রড  সিমেন্ট যার আনুমানিক মুল্য দশ হাজার টাকা) জব্দ করে পুলিশের জিম্মায় দিয়ে দেয়া হয়।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.