জনগণ চাইলে নির্বাচনে র্প্রাথী হব

0

শহিদুল ইসলাম উখিয়া প্রতিনিধি::ককসবাজার উখিয়া -টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান উখিয়ায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছি। বর্তমান সরকার শিক্ষার প্রতি মনোযোগী।উখিয়া -টেকনাফে ৪ ০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে । আগামীতে কোন বাড়ী বিদ্যুৎ বিহীন থাকবেনা । ভবিষ্যতে বিদ্যুৎ সমস্যা দূর করতে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করার পরিক্পনা রয়েছে।

আগামী ২০১৯সালে র্নিবাচনে শেখ হাসিনার নৌকা র্মাকায় ভোট দেওয়ার আহবান জানান। উখিয়া-টেকনাফের সাধারন জনগন চাইলে আমি নিবার্চনে র্প্রাথী হব।

শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার পালং র্আদশ উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তিতে আযোজিত সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে এ্ কথা বলেন। পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পালং আর্দশ উচ্চ বিদ্যালয় শির্ক্ষাথী তোফাইল আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন ককসবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খানঁ বাহাদুর মোসতাক আহাম্মদ , ককসবাজার উন্নয়ন কতৃপক্ষ চেয়ারম্যান লে:কনেল(অব) ফুরকান আহমদ,সাবেকপ্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পরমানু শক্তি কমিশন ড.মোহাম্মদ মীর কাশেম,ককসবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্ড:একে আহমদ হোসেন,চট্র গ্রাম বিশ্ব বিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার সাবেক চেয়ার ম্যান অধ্যাপক ড.মোকতার আহমদ; উখিয়া উপজেলা নির্বাহী র্কমকর্তা মো: মাঈনউদ্দিন,ককসবাজার জেলা আওয়ামীলীগ নেএী কানিস ফাতেমা, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী;ইউপিচেয়ারম্যান খাইরুলআলম । শিক্ষাথীমধ্যে অধ্যাপক মোহাম্মদ আলী,আবুলমনসুর চৌধুরী;সাজেদা ইয়াছমিন, ডা:শংকর বড়ুয়া এড.অনিল বড়ুয়া ।স্বাগত ব্ক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহবায়ক মাহামুদুলহক চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন আদিল উদ্দিন চৌধুরী। পুরো অনুষ্টান পরিচালনা করেন কামালউদ্দিন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.