কুরআন সুন্নাহর অপব্যাখ্যা ও ভুলচর্চার কারণেই জঙ্গিবাদির মাথাচাড়া

0

সিটিনিউজবিডি :  আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ বৃহত্তর চট্টগ্রাম জেলার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল চট্টগ্রাম লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয়েছেশনিবার(১৮মার্চ)।

আনজুমানের দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে এতে মুখ্য মুফাসসির ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মজিআ)।

কুরআন মজিদের তাফসির পেশকালে তিনি বলেন, কুরআন মজিদের দুটি দিক রয়েছে। বাহ্যিক এবং ভেতরগত নিগূঢ় দর্শন। ভেতরগত দর্শন না বুঝে কেবল রূপক অর্থ বোঝার চেষ্টায় গোমরাহি তথা পথভ্রষ্ট হবার সম্ভাবনা রয়েছে। আল্লামা নূরী বলেন, কুরআন-সুন্নাহর যথার্থ চর্চা না হয়ে ভুল চর্চা ও অপব্যাখ্যা হবার ফলে উগ্রপন্থি জঙ্গিবাদি বিভীষিকা মাথাচাড়া দিয়ে উঠেছে। কুরআন-সুন্নাহর কল্যাণমুখী দর্শন সঠিকভাবে জনসম্মুখে তুলে ধরে জঙ্গিবাদি ত্রাস থেকে রেহাই পেতে হবে। মানবিক উদারবাদী গণকল্যাণমুখী ইসলামের দর্শন ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে সমস্ত বাতিল অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা সৈয়দ বদরুদ্দোজা বারী। প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার। কুরআন মজিদের তফসীর পেশ করেন ড. আল্লামা সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, অধ্যাপক আল্লামা কাজী ইউনুছ রজভী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। উদ্বোধক মাওলানা সৈয়দ বদরুদ্দোজা বারী বলেন, কুরআন সুন্নাহর সঠিক চর্চা না হওয়ায় জঙ্গিবাদিরা গর্জে উঠেছে। ইসলামের সুফীবাদী দর্শন চর্চা এগিয়ে নিয়ে জঙ্গিবাদী ফিতনা থেকে মুক্তির পথ খুজতে হবে। আলোচক আল্লামা ড. এরশাদ বুখারী বলেন, ইসলাম মানেই শান্তি।

আর শান্তির বিপরীতে যারা হাটেন তারাই মূলত: উগ্রপন্থী ও জঙ্গিবাদী। এদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হবে।

সচিব ওমর ফারুক ও শায়ের মাছুমুর রশীদ কাদেরী’র সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ সেলিম, সংগঠনের কাতার শাখার সভাপতি আলহাজ্ব ফোরকান রেজা, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব নাঈমুল ইসলাম, অধ্যক্ষ আবদুল গফুর আনোয়ারী, মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী, মাহফুজুল হক আলকাদেরী, ফজলুল করিম তালুকদার, মাওলানা এনাম রেজা, আল্লামা আবুল কালাম আজাদ, আলমগীর ইসলাম বঈদী, মাওলানা আবদুল কাদের রজভী, যুবনেতা হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, আলহাজ্ব জহির সওদাগর, ডা. নোমান, জহির উদ্দিন তুহিন, যুবনেতা মুহাম্মদ এনাম, নাছির উদ্দিন, মাওলানা মুখতার আহমদ রজভী, আবদুল করিম সেলিম, মাওলানা নুরুল ইসলাম, ছাত্রনেতা ফরিদুল আলম, নেজাম উদ্দিন, শায়ের এনামুল হক এনাম, মাওলানা আবদুল আজিজ রজভী, জাহাঙ্গীর আলম ওসমান, খোরশেদুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান, মাওলানা এহছানুল হক, মাওলানা সিরাজুল মোস্তফা, সাজ্জাদ হোসাইন, এস.এম ইকবাল বাহার চৌধুরী, শায়ের নাজিম উদ্দিন, মো. আলী হোসেন সাগর, মো. ইব্রাহিম, রিদোয়ান হোসেন তালুকদার, সাইফুল ইসলাম, মিনহাজুল ইসলাম ছিদ্দিকী, ডা. ফারুক, মো. রায়হান নূরী, ছাফওয়ান নূরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.