ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে ওয়ার্ড কমিটিকে ঢেলে সাজানো হবে: ডা. শাহাদাত

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি অভিযোগ করেছেন, “সরকার দেশের বিচার বিভাগকে জিম্মি করে রেখেছে”। এতেই বুঝা যায় সরকার কতটা স্বৈরাচারী। অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণকারী সরকারের সময়ে দেশে আইনের শাসন নেই, জনগণের নিরাপত্তা নেই, গণতন্ত্র ও বাক স্বাধীনতা নেই। যার ফলে সরকারের ইচ্ছায় বিচার কার্যক্রম চলছে। ইয়াবা সম্রাট এমপি বদি তিন দিনের মাথায় জেল থেকে বের হয়ে যায় কিন্তু বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মী বিনা অপরাধে কারা নির্যাতিত হচ্ছে।

মঙ্গলবার (২১শে মার্চ) বিকালে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, ক্ষমতাকে চির স্থায়ী করার কুমানসে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির নামে নতুন করে গোলামী চুক্তির পায়তারা করছে সরকার। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা প্রিয় মানুষ কোন ভাবেই এই গোলামী চুক্তি মেনে নিবে না।

চট্টগ্রামের রাজস্ব নিয়ে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব। কিন্তু চট্টগ্রামের সিংহভাগ রাজস্ব নিয়ে চট্টগ্রামের উন্নয়ন না করে চট্টগ্রামের সাথে বিমাতা সূলভ আচরণ করছে। শুধু তাই নয়, এখন হোল্ডিং ট্যাক্স চট্টগ্রামের প্রধান জন দূর্ভোগে পরিণত হয়েছে। হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে নগরীর জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে। পক্ষান্তরে, সরকার উন্নয়নের নামে লুৎপাটের মহা উৎসবে লিপ্ত রয়েছে।

ডা. শাহাদাত আরো বলেন, আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার মাধ্যমে দলের প্রতিটি ওয়ার্ডকে ঢেলে সাজানো হবে। তাই ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে যে কোন কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান ।
১৯নং ওয়ার্ড বিএনপির সম্মেলন কমিটির নির্বাচন কমিশনার কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছুর সভাপতিত্বে বিএনপি নেতা ইছহাক চৌধুর আলিম ও আফতাবুর রহমান শাহীন এবং এম.আই চৌধুরী মামুন এর সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমদ বি.এ, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু, নগর বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম, ইব্রাহিম বাচ্ছু, আলী ইউসুফ, এস.এম সেলিম, এ.কে খান, এম.এ হালিম বাবলু, এ.টি.এম ফরিদ, নাজিমুল হক নাজু, রেজিয়া বেগম মুন্নি, রেনুকা বেগম, আশাদুর রহমান টিপু, ইউনুছ চৌধুরী হাকিম, হাজী নুরুল আলম, মাঈনুদ্দিন পারভেজ, সালাউদ্দীন বাসু, আব্দুর রহিম, নুরুল আলম কালু, ইয়াকুব খান, সানাউল্লাহ সানি, মামুন, আব্দুল বারেক, ইউনুছ, শফীক, ফারুক প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে হাজী নবাব খান, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুছের নাম ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.