বাগীশ্বরী শিক্ষার্থীদের একক সঙ্গীতে মুখরিত টি আই সি

0

যীশু সেন :: শুদ্ধ সঙ্গীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে বাগীশ্বরী সঙ্গীতালয়ের এক যুগ পূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টি আই সি) তে বাগীশ্বরী সঙ্গীতালয়ের সভাপতি কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে সংগীতালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সঙ্গীত শিল্পী রিষু তালুকদার এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ছিলেন সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠ আর্য্য সঙ্গীত সমিতির উপাধ্যক্ষ শ্রীমতি জয়ন্তী লালা।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য, সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ আবু হানিফ, বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর সাধারণ সম্পাদক ডাঃ অঞ্জন কুমার দাশ, দি চিটাগং ট্রাস্ট বাংলাদেশের মহাসচিব অরুন কান্তি মল্লিক, স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সঙ্গীতালয়ের পরিচালক সঙ্গীত শিল্পী রিষু তালুকদার, বক্তব্য রাখেন বাগীশ্বরী সঙ্গীতালয় এর সহ সম্পাদক প্রকৌশলী সুমন সেন, সাংগঠনিক সম্পাদক যীশু সেন, অর্থ সম্পাদক সমীরণ সেন, শিক্ষক শেখর ঘোষ আপন, সজীব দত্ত সৌরভ, এড. জুয়েল চৌধুরী, ছোটন চক্রবর্ত্তী, আশীষ কুমার দে, দোলন দাশ। সম্মাননা স্মারক প্রদান করা হয় উদ্বোধক জয়ন্তী লালা, প্রধান অতিথি সুকান্ত ভট্টাচার্য্য, সংবর্ধিত অতিথি এড. মোহাম্মদ আবু হানিফ, সভাপতি কৈলাশ বিহারী সেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক সঙ্গীতশিল্পী রিষু তালুকদার কে।

আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠানে প্রায় ৪০ জন শিক্ষার্থী ৫টি গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন। দ্বিজেন্দ্রলাল রায় গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন তিথি মল্লিক, নাবিহা হাছান, সৌমিক দত্ত, শ্রাবন্তি দেব, অর্পিতা দেব, অরুনিমা পাল শ্রেষ্ঠা, প্রজ্ঞা মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুর গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- চুমকি সেন, প্রান্ত সেন, অভিষেক দাশ, নবনীতা দেব, দেবারতি বিশ্বাস, জয় দেব, ভাস্কর চক্রবর্তী। রজনীকান্ত সেন গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- জয়িতা দত্ত, লুসিয়া নাফসি, বৃষ্টি সেন, বিজয় দেবনাথ, শ্যামা ধর, অর্পিতা ঘোষ। কাজী নজরুল ইসলাম গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- লাবনী ঘোষ, পূজা ঘোষ, সমীরণ সেন, মৌমিতা দত্ত, ঐশি তালুকদার, সুজন দাশ, তৃষ্ণা সেন। অতুল প্রসাদ সেন গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- সুমন সেন, চৈতি শীল, দুর্জয় দত্ত, সানি ধর, পার্থ চৌধুরী, অধর দত্ত। দেশাত্মবোধক গান ‘লাখো শহীদের রক্ত ঋণে আমারই বাংলাদেশ’ সমবেত সঙ্গীতে ছিলেন- প্রজ্ঞা মজুমদার, ঐশি মজুমদার, নাবিহা হাছান, চৈতি দাশ, অনিন্দ্য রায় বিশ্বাস, নিহারীহা ত্বাসিন, ঋতম্ ঘোষ, জয়িতা দত্ত, অরুণিমা পাল শ্রেষ্ঠা, সৌমিক দত্ত, লুসিয়া নাফসি, তন্বী দেবী, অর্পিতা দাশ, প্রান্ত সেন, মীম চৌধুরী, অর্পিতা দেব, অর্পিতা দে। ‘সাধের লাউ বানাইল’ গীটারের ঝঙ্কার তুলেন রেশমী দে, এরপর ধ্রুপদ- ভূপালী রাগ ‘তুহি সূর্য্য তুহি চৌন্দ্র’ সমস্বরে পরিবেশন করেন- পূজা ঘোষ, অর্পিতা ঘোষ, মৌমিতা দত্ত, নবনীতা দেব, তিথী মল্লিক, তৃষ্ণা সেন, বিজয় দেবনাথ, শ্রাবন্তী দেব, দুর্জয় দত্ত, জয়িতা দত্ত, অভিষেক দাশ, সানি ধর, পার্থ চৌধুরী। সমগ্র যন্ত্রসঙ্গীতে সহযোগীতা করেন কীবোর্ডে- ছৈয়দুল হক, অক্টোপ্যাডে- নন্দন নন্দী, তবলা- আশীষ দে, জুয়েল চৌধুরী, ছোটন চক্রবর্তী, টিটন ধর, দোলন দাশ। সঙ্গীত পরিচালনায় ছিলেন বাগীশ্বরী সঙ্গীতালয়ের পরিচালক সঙ্গীত শিল্পী রিষু তালুকদার।উল্লেখ্য, সোমবার(২৭শে ফেব্রুয়ারি) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টি আই সি) তে বাগীশ্বরী সঙ্গীতালয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.