চন্দনাইশে বিভিন্ন প্রতিষ্ঠানের মহান স্বাধীনতা দিবস পালন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চন্দনাইশে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করে।

উপজেলা বিএনপি-  মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগিচাহাট চত্বরে আলোচনা সভা বিএনপি নেতা মোক্তার আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। আলোচনায় অংশ নেন বিএনপি নেতা এড. রফিক আহমদ, এড. আমিনুল হক, আলাউদ্দীন, এহসানুল মাওলা, সেলিম ভূইয়া, এড. অঞ্জন প্রসাদ, নওশা মিয়া সওদাগর, খায়ের আহমদ চৌধুরী কামাল, সালাউদ্দীন চৌধুরী, মোজাম্মেল হক বেলাল, আইনুল হুদা, ইস্কান্দর মির্জা, রশিদ আহমদ হিরু, যুবদল নেতা আবদুল মজিদ শাহ্, ওরশেদুল আলম মিন্টু, আমিনুল ইসলাম, ইউনুচ, আবদুল, সবুর, আমির, মোজাফ্ফর আলম, জাহাঙ্গীর, মহিউদ্দীন, জাহাঙ্গীর, আবদুল হাকিম, আকবর, শহীদ, মোরশেদ, হারুন, কামাল, সায়ের, জাহাঙ্গীর, মোসলেম, আলী আকবর, শাকিল, ছাত্রদল নেতা হাসেম, ইমরান, আবদুল করিম, মো. সাগর, সাইফুল ইসলাম, তসলিম, ফোরকান, সেলিম উদ্দিন, আয়ুব আলী, নুরুল ইসলাম, মুজাফফর আহমদ, মোরশেদুল আলম শাহেদ, জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর, মুন্না, সাইফুল ইসলাম, আবদুল করিম, আবুল হাশেম চৌধুরী, এমরান, সাগর, জাহেদ, শাহেদ, আসিফ, আকিব প্রমুখ। পরে হাশিমপুর সোনাইছড়িকুল এলাকায় চিকিৎসা ক্যাম্পে প্রফেসর মহসিন জিল্লুর করিম ও গাইনী বিশেষজ্ঞ ডা. শাহানা প্রায় ২ শতাধিক অসহায় গরীব, দুস্থ রোগীদের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ-  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ছাত্রলীগ নেতা মো. মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ নেতা ফারুক উদ্দীন হুমায়ুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা মোরশেদুল আলম। আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা বেলাল হোসেন মিঠু, দিদারুল হক দস্তগীর, ফোরক আহমদ, মো. ইউসুফ, জহির উদ্দিন হিরু, আবদুল্লাহ আল মামুন, কুতুব উদ্দীন এছান, আবদুল মন্নান, মো. দেলোয়ার, আকতার, তৌহিদ, আলমগীর, ইসমাইল হোসেন নয়ন, তারেকুল ইসলাম, হারুনুর রশিদ, সায়েম রানা পাবেল প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ-  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা সংগঠনের সভাপতি হামিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক খোরশেদুল আলম ইমতিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা শেখ মো. সোহেল, আসহাব উদ্দিন হিরু, সাইফুদ্দীন মানিক, অনন্ত সেন, ওমর ফারুক, আজিজুল হক রিকন চৌধুরী, শহিদুল আলম, জাহিদুল ইসলাম আবির, রহমান চৌধুরী, মিনহাজ উদ্দীন শাওন, দেলোয়ার হোসেন, জাহেদুর রহমান চৌধুরী, সম্রাট চৌধুরী, সাইমন, সৌরভ, মো. মোবারক প্রমুখ।

আ.লীগ,যুবলীগ, ছাত্রলীগ

আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজ- চন্দনাইশ সদরস্থ আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে এক আলোচনা সভা এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন: উপাধ্যক্ষ সিপ্রা সিকদার, ইন্দিরা পালিত, রমিজ আহমদ, নুর আয়শা, শান্তপদ বড়ুয়া, খায়রুজ্জামান, তকিউদ্দিন ছবকীর শিক্ষার্থী মারুফা সুলতানা, আবু তাহের প্রমুখ।

হাশিমপুর এম এ কে ইউ উচ্চ বিদ্যালয়- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার হাশিমপুর এম এ কে উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গত ২৬ মার্চ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি এড. এস এম শওকত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। আলোচনায় অংশ নেন পরিচালনা পরিষদ সদস্য মাহবুবুর রহমান, শিক্ষক যথাক্রমে অশ্রুকনা চৌধুরী, স্বপন কুমার দাশ, মোস্তাক আহমদ ফারুকী, বিজয় বড়ুয়া, রজত কান্তি বড়ুয়া, ফরিদুল ইসলাম, মোহাম্মদ হোসেন, মোমেনুল হক, মিনহাজুর রহমান, শিরিন আকতার, তাপসী চৌধুরী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযাগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়-  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা বিদ্যালয়ে মিলনায়তনে প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষক আশীষ কুমার চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ-প্রধান শিক্ষক শাহানা বেগম, আছাদুল হক, রনজিত সরকার, সুভাষ কান্তি ধর প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ ৭ মার্চের ভাষণের উপর ছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও ১৫ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খাইরুল জামান সোহেল। প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী। শিক্ষক মাহফুজুল হক রোমেলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন হারেছা খানম, রহিমা বেগম, হাসমত আরা, রুনা আক্তার, তানজিনা সুলতানা সুমি প্রমুখ।
উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষক রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন মেম্বার নজরুল ইসলাম আবদুল, ইদ্রিস চৌধুরী, হাজেরা বিবি বকুল, ব্যবসায়ী হাজী বাদশা মিয়া, বিদ্যোৎসাহী ইয়াসমিন আক্তার, হোসনে আরা বেগম, জসিম উদ্দিন চৌধুরী, বিউটি আকতার, শিক্ষক যথাক্রমে রত্মা দাশ, মাহবুবুল আলম, পান্না দাশ গুপ্তা, পম্পী রানী চৌধুরী, নাসিমা আক্তার, মুনমুন আক্তার, জান্নাতুল ফেরদৌস, তানজু দে প্রমুখ।

সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়- চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীণতা উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে লুৎফুন্নেছা, উম্মে ছালমা, শাহীন আক্তার, সাদিয়া নওরীন, আবিদ হাসান মান্না, তানজিনা সুলতানা, সাবরিনা প্রমুখ। সভা শেষে কবিতা আবৃত্তি, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বরকল এস জেড উচ্চ বিদ্যালয়-  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও ক্লাস পার্টি বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন চৌধুরী জসিম। আলোচনায় অংশ নেন উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, শিক্ষানুরাগী সদস্য জাবেদ মো. গাউস মিল্টন, আ’লীগ নেতা শওকত হোসেন ফিরোজ, সহ-প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, শিক্ষক যথাক্রমে মো. টিপু সুলতান, মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ। সভা শেষে বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদরাসা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা মাদরাসা মিলনায়তনে সুপার মুহাম্মদ মুহছেন শহীদ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ-সুপার নুরুল কাদের আরমান, মাওলানা মো. আলী, মাওলানা জামাল আহমদ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আহমদ কবির, শিক্ষক যথাক্রমে খালেদা বেগম, রিজিয়া কায়ছার চৌধুরী, কাজল কান্তি মিত্র প্রমুখ।

উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদরাসা

মাছরাঙা ফাউন্ডেশন: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাছরাঙা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও মাদকমুক্ত দেশ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা পূর্ব জোয়ারা চৌধুরী মার্কেট চত্বরে পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এডি. পিপি এড. মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এস এম মুছা তসলিম। মাছরাঙা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, সেলিম উদ্দিন, ব্যাংকার আমিনুল ইসলাম, প্রবাসী আবুল মনছুর, ব্যবসায়ী মোজাম্মেল হক বাবুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত চৌধুরী, বিমল চাকমা, মো. ফাহিম, দিদারুল আলম, অনিক দাশ। পরে অতিথিবৃন্দ মাছরাঙা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.