রাঙামাটির কাপ্তাইতে বিস্ফোরকসহ পিতাপুত্র আটক

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি::রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালি থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাইখালি ইউনিয়নের সাবেক সভাপতি ও ইউপি সদস্য থোয়াই সু নু মারমা (৪৩) এবং পাহাড়ী ছাত্র পরিষদের কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ক্যহিংহলা মারমা (২২), এরা দুজন সম্পর্কে পিতা ও পুত্র।

শুক্রবার সকালে তাদের আটক করা হলেও সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।

আটকদের কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট লাঞ্চার সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হলেও, বিস্ফোরকগুলো সম্পর্কে বিশদ কিছু জানাতে পারেনি যৌথবাহিনী।

তবে আটককৃত জেএসএস নেতা থোয়াই সু নু মারমা সাংবাদিকদের সামনে বলেছেন, তার দল (জেএসএস) এমন ২০ টির অধিক বিস্ফোরক এনেছে, তার মধ্যে ৪টি তাকে দেয়া হয়েছে ভেতরে (সশস্ত্র শাখার কাছে) পৌঁছে দেয়ার জন্য দেয়া হয়েছে। বাকীগুলোর খবর তিনি জানেন না।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানিয়েছেন, বিস্ফোরকগুলো একেবারেই ভিন্ন প্রকৃতির, এটি আমাদের পরিচিত নয়। পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি জানাতে পারবো। তবে প্রাথমিকভাবে এগুলোকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বলেই মনে হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.