লঙ্কানদের ১৫৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

0

খেলাধুলা : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২০ ওভারে ১৫৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

খেলার শুরুতে দ্বিতীয় বলেই তামিমের বোল্ড আউট। তারপর ৫ ওভারে ৫৭ রানের জুটি। আর মাত্র ২৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে আবারো ব্যাকপুটে বাংলাদেশ। সব মিলিয়ে নাটকীয় এক টি-টুয়েন্টি ম্যাচ বলতেই হচ্ছে। তবে সব নাটকীয়তা ছাপিয়ে মোসাদ্দেক ও মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে স্বাগতিক শ্রীলঙ্কার সামনে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৫/৬ রানের টার্গেট দাঁড় করিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবীরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও বিকুম সঞ্জয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.