আনোয়ারায় প্রান্তিক চাষীদের বীজ ও সার বিতরণ

0

আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সকালে উপজেলার আউশ ধান চাষে প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম অঞ্চল কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো.গিয়াস উদ্দিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.একরাম উদ্দিন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও আওয়ামীলীগের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ১১টি ইউনিয়নের আটশ জন আউশ চাষীকে প্রনোদণা সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে প্রতিজন কৃষককে বীজ ধান ৫ কেজি,ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি আর নেরিকা চাষীদের ১০ কেজি বীজ ধান দেয়া হয়। এছাড়া উফশী জাতের চাষীদের প্রতিজনকে চারশ টাকা ও নেরিকা চাষীদের প্রতিজনকে আটশ টাকা করে অর্থ সহায়তা দেয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.