চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম বন্দর দেশের বড় সম্পদ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পোর্ট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বেলা সাড়ে ১২ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। ‘চট্টগ্রাম বন্দরকে উন্নত ও আধুনিক করতে আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রতিবেশি দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান এ বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে।’

স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম বন্দরের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের সুনাম ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে আরো সমৃদ্ধ করতে বিদেশীদের বিনিয়োগ আকৃষ্ট করতে পোর্ট এক্সপো-২০১৭-এর আয়োজন করা হয়।
এক্সপোতে দেশি-বিদেশী ১২৮টি স্টল রয়েছে। বাংলাদেশের সকল বন্দর, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থা, বন্দর ব্যবহারকারী, স্টেকহোল্ডার,বিভিন্ন ব্যবসায়ী সংগঠন,সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এ এক্সপোতে অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ,মোস্তাফিজুর রহমান,নজরুল ইসলাম,চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.