ভারতকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাজি সব দল

0

খেলাধুলা : ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নেয় তাহলে চ্যাম্পিয়নস ট্রফির আমেজ হারাবে, তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৭ মে জানা যাবে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা কি সিদ্ধান্ত নেয়।

ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নিলেও চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে আইসিসি। আর সবগুলো দলই অংশগ্রহণ করবে, জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। ডন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেছেন, ‘আইসিসির বোর্ড সভায় বড় ব্যবধানে ভোটাভুটিতে হারার পর ভারত চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়। একটি বিষয় আমি স্পষ্ট করে বলি, ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নাও নেয় ভারতকে ছাড়াই প্রায় সবগুলো দলই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। যদি ভারত না খেলে ওয়েস্ট ইন্ডিজ কিংবা অন্য কোনো দলকে চ্যাম্পিয়নস ট্রফিতে যুক্ত করতে পারে আইসিসি।

৮৩ বছর বয়সি শাহরিয়ার খান আরও বলেন, ভারতের অংশগ্রহণের উপর আইসিসির আয় অনেকটা নির্ভর করে। ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে না খেললে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে আইসিসিকে। তবুও আইসিসির সকল দেশ খেলতে প্রস্তুত আছে।

ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকিডা এক পরিসংখ্যান দেখিয়ে বলেছে, চ্যাম্পিয়নস ট্রফি থেকে ভারত নিজেদের নাম তুলে নিলে প্রত্যাশিত আয়ের অর্ধেকও আয় করতে পারবে না আইসিসি। সূত্র- অনলাইন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.