“টেন্ডার ভাগাভাগি বন্ধ কর,স্থায়ী বাঁধ নির্মাণ কর”

0

জাহেদুল হক,আনোয়ারা  : “বসত ভূমি রক্ষায়,স্থায়ী বেড়িবাঁধ চাই”,”সেনা বাহিনী নিয়োগ কর,স্থায়ী বাঁধ তৈরি কর”,”টেন্ডার ভাগাভাগি বন্ধ কর,স্থায়ী বাঁধ নির্মাণ কর”,”ইয়াবা ছেড়ে কলম ধর,মাদকমুক্ত সমাজ গড়”সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে নানা পেশা-শ্রেণির মানুষের অংশ গ্রহণে দীর্ঘ এক কিলোমিটার মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজারে এটি অনুষ্ঠিত হয়। সেনা বাহিনীর তত্ত্বাবধানে টেকসই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এ মানব বন্ধনের আয়োজন করে প্রিয় রায়পুর নামক একটি সংগঠন। আর এতে সংহতি জানিয়ে মানব বন্ধনে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ প্রায় ৩০টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানব বন্ধনের এ সমাবেশে বক্তারা বলেন,ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির একান্ত প্রচেষ্টায় আনোয়ারা উপকূল সুরক্ষায় ২৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এসব বরাদ্দের কাজ যাতে সুষ্ঠুভাবে যথাযথ বাস্তবায়ন হয় সেজন্য রায়পুরের আপামর জনসাধারণ রাস্তায় নেমেছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণে জনগণসহ সেনা বাহিনীকে সম্পৃক্ত করতে হবে শুধু পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থ কর্মকর্তাদের উপর নির্ভর করা যাবে না।

বক্তারা আরো বলেন,বাঁচার অধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার। অথচ রাষ্ট্র সেই অধিকার বাস্তবায়নে উপকূলের মানুষের ক্ষেত্রে উপেক্ষা করে চলেছে। ভাঙ্গাচোরা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে মানুষের বসতবাড়ি,ধানি জমি,মৎস্য খামার ও রাস্তাঘাট ব্যাপকভাবে প্লাবিত হচ্ছে এবং সাধারণ মানুষ দৈনন্দিন জীবনযাপনে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিদিন দৈনিক পত্রিকার পাতায় উপকূলের মানুষের এ বিপন্নতা ও দুর্ভোগের খবর ছাপছে।

ভিন্নভিন্ন গবেষণা ফলাফলে দেখা যায় গত ৫০ বছরে রায়পুর ও জুইঁদন্ডি ইউনিয়নে প্রায় অর্ধেক ভূখন্ড হারিয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রবৃন্দ মনে করেন, আর্থিক সংগতির ঘাটতি স্থায়ী কোন প্রতিবন্ধকতা নয়। এখানে প্রয়োজন সরকারের দৃষ্টিভঙ্গি এবং ভাঙ্গন রোধে কাজ করার দৃঢ়তা।

মাদকের বিরুদ্ধে বক্তারা বলেন,মরণনেশা মাদক ইয়াবা এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবিনব কৌশলে ইয়াবা পাচার হচ্ছে সর্বত্র। ইয়াবা আসক্তের সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের প্রতিটি স্তরে মাদকবিস্তার লাভ করছে। এজন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের কুফলতা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ইয়াবা পাচারকারীকে চিহ্নিত করে তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। আমরা জনগণ ইয়াবার বিরুদ্ধে সোচ্চার হলে প্রশাসনও এগিয়ে আসবে।
মাহফুজুর রহমান ও সাজ্জাত হোসাইনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দীন হাশেমী,সাংবাদিক মোরশেদ হোসেন, এইস এম নাছির উদ্দীন, এনামুল হক এনাম, জালাল ঊদ্দীন তালুকদার,জিএম নাজিম উদ্দীন, এ এইচ এম নিজাম উদ্দীন চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,ফয়সাল মিয়া, এনাম বাবু, ইমরান বিন ছবুর সুজন,মোহাম্মদ এনাম,কাশেম খান আকাশ, সাঈফুল এ সাইফ, ফখরুল ইসলাম জিকু, ফরহাদ উদ্দীন ফোরকান, বেলাল হোসেন ও শহীদুল ইসলাম সায়েম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.