বার্সেলোনার সাবেক সভাপতি গ্রেফতার

0

খেলাধুলা : অর্থ পাচারের অভিযোগে স্পেনের শীর্ষ ফুটবল ক্লাব বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাজিল জাতীয় দলের ইমেজসত্ত্ব থেকে অনৈতিকভাবে অর্থ আয় করার অভিযোগে স্প্যানিশ পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ব্রাজিলের জাতীয় ফুটবল দলের সঙ্গে ইমেজ রাইট-সংক্রান্ত তদন্তে তার বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। এছাড়া অভিযুক্ত আরও ৪-৫ ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। এদের মধ্যে বার্সার সাবেক সভাপতি সান্দ্রো রোসেল ও তার স্ত্রীও রয়েছেন।

৫৩ বছর বয়সী রোসেল ২০১০ সালে বার্সেলোনার সভাপতির দায়িত্ব নেওয়ার আগে লম্বা সময় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে কাজ করেছেন। সেই সময়ে নিজের কোম্পানি আইল্যান্তো মার্কেটিংয়ের মাধ্যমে ব্রাজিল দলের বিভিন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করতেন রোসেল। এর মাধ্যমে কর ফাঁকি ও অর্থ আত্মসাৎ করেছেন বার্সার সাবেক এই সভাপতি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.