অধ্যক্ষ আল্লামা নুরুল আলম খান আর নেই

0

সিটিনিউজবিডি ডেস্ক :   বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা নুরুল্লাহ রায়হান খানের পিতা অধ্যক্ষ আল্লামা নুরুল আলম খান আজ মঙ্গলবার সকাল ১০.৫০ মিনিটে চট্টগ্রাম মুরাদপুরস্থ ডেলটা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী(ম.জি.আ.), মহসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব নুরুল হক, সম্পাদক জাহেদুল হাসান রুবায়েত, দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নেজামী, সম্পাদক মুহাম্মদ মিয়া জুনায়েদ, উত্তর জেলা সভাপতি আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, সম্পাদক মুহাম্মদ তারেক আজিজ এবং রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী এবং সেক্রেটারী শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন।

ইসলামী ছাত্রসেনার শোক প্রকাশ- 
অধ্যক্ষ আল্লামা নুরুল আলম খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ ছাদেকুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি জি. এম শাহাদত হোসাইন মানিক, সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাৎ হুসাইন, মুহাম্মদ মাসউদ হোসাইন, সাধারণ সম্পাদক এইচ এম শহীদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক রেজা, মুহাম্মদ জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মুহাম্মদ নিজামুল করিম সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়সল করিম চৌধুরী, মুহাম্মদ শাহ আলম, কাউসার হামিদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, দাওয়া সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন ছিদ্দিকী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কাউসার আহমেদ রুবেল, প্রচার সম্পাদক মোঃ হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ মুহাম্মদ খোবাইব, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল বাকী, আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসাইন তানভীর, ছাত্রকল্যাণ সম্পাদক কাজী মুহাম্মদ হাবিবুর রহমান, স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাহজালাল প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ আল্লামা নুরুল আলম খান বহু মাদ্রাসায় অধ্যক্ষের গুরু দায়িত্ব পালন করে মাজহাব-মিল্লাতের খেদমত করেছেন। তাঁর ইন্তেকালে সুন্নী জনতা একজন যোগ্য অভিভাবককে হারালো, এ শূণ্যতা অপূরণীয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.