চন্দনাইশ শাহ আমিন পার্কে নির্মিত হচ্ছে শহিদ মিনার

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভার একমাত্র বিনোদনের স্থান শাহ আমিন নগর পার্কে নির্মিত হচ্ছে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার। চন্দনাইশ পৌরসভা কর্তৃপক্ষ ১২ লক্ষ টাকা ব্যয়ে এ শহিদ মিনারটি নির্মাণের জন্য টেন্ডার আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করলে, সংশ্লিষ্ট ঠিকাদার চলতি সপ্তাহে শহিদ মিনারের নির্মাণ কাজ শুরু করে। এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। স্থানীয়দের মতে চন্দনাইশ সদর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একমাত্র বিনোদনের স্থান শাহ আমিন নগর পার্ক। এখানে সরকারি, বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি শীতকালে সন্ধ্যাকালীন ব্যাডমিন্টন, কাবাডি খেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সে সাথে প্রতি বৎসর বইমেলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন। পৌরসভা কর্তৃপক্ষ এ বিনোদনের স্থানে শহিদ মিনার নির্মাণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শাহ আমিন নগর পার্কে শহিদ মিনার নির্মাণ নিয়ে বিভিন্ন জন নানা রকম মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয় ।

চলছে ব্যাপক আলোচনা শহিদ মিনার নির্মাণকে কেন্দ্র করে। এ ব্যাপারে পৌর মেয়র মাহবুবুল আলম খোকা বলেছেন, শহিদ মিনার করা হবে পার্কের এক পাশে। শহিদ মিনার নির্মাণ হলে পার্কটি পরিচ্ছন্ন থাকবে, বিভিন্ন অনুষ্ঠান করতে আরও সুযোগ সৃষ্টি হবে। রেডিমিট স্টেট থাকার কারণে শহিদ মিনারের পাদদেশে বসে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান করার সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া চন্দনাইশ সদর এলাকায় শহিদ মিনার নির্মাণ হলে জাতীয় দিবসগুলো আরও সুন্দরভাবে পালন করার সুযোগ গড়ে উঠবে। তাই তিনি শাহ আমিন নগর পার্কে শহিদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ করেছেন বলে জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.