সীমা স্টিল মিলে বিস্ফোরণ,  ৯ শ্রমিক হাসপাতালে

0
কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড:: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর বানুবাজার এলাকায় সীমা অটো রোলিং মিলস্ (সীমা স্টিল) বয়লার (ভাটি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন শ্রমিক অগ্নি দ্বগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন।
রোববার(১৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার সময় এ বিস্ফোণের ঘটনা ঘটে। আহত শ্রমিকদের নগরীর একে খাঁন গেইটস্থ আল-আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকরা হলেন-মো. হাসান (৩৮), মো. নাসির উদ্দিন (৪০), সেকান্দর আলী, (৪৮), সঞ্জয় (২৯), ওমর ফারুক (৩৫), মো. মোস্তফা (২৭), মো. রাজু (৩০), নিজাম উদ্দিন (৩২) ও শরিফুল (৩৩)। আহত শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে মিলটিতে কাজ করার সময় হঠাৎ ভাটির (বয়লার) বিস্ফোরণ ঘটে।
জানাগেছে, আলহাজ্ব মোঃ শফি মালিকানাধীন সীমা অটো রি-রোলিং মিলে এনিয়ে অসংখ্যবার বিস্ফোরণ ও দুর্ঘটনা ঘটেছে। ২০১২ সালের ১৫ জুন মিলটিতে ফার্নেস বয়লার বিষ্ফোরিত হয়ে আবুল বাসার নামে একজন নিহত ও অন্তত  দশ শ্রমিক আহত হয়েছিল।
দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে সীমা স্টিলের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কিবরিয়া বলেন, সম্ভবত কারিগরী ক্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আল আমিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহাদাত বলেন, সিীকাকুণ্ডের একটি রোলিং মিলে দুর্ঘটনায় আহত ৯জন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, বিস্ফোরণের কোন খবর আমরা পায়নি। কেউ বলেনি। আমি এখনই খবর নিচ্ছি।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.