ফুটপাত ও সড়কে মৃত্যুফাঁদ

0

দিলীপ তালুকদার,সিটিনিউজ : চট্টগ্রামে ভারী বর্ষনে নগরীর বিভিন্ন সড়কের পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সড়ক ও ফুটপাত।

কোথাও স্ল্যাব ভেঙ্গে হা করে আছে। কোথাও রেলিং ভেঙ্গে একাকার। ফুটপাতের ডুবন্ত সড়কে ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ভাঙ্গা স্ল্যাবে পা ফেললে পথচারী যাচ্ছে একেবারে ড্রেনে।

ফুটপাতে প্রতি কদমে কদমে রয়েছে মৃত্যুঝুঁকি।

এভাবেই নগরীতে শীলব্রত বড়ৃয়া নামে একজন ড্রেনে পড়ে নিহত হয়েছেন। ফুটপাত লাগোয়া সড়কে সৃষ্ট গর্ত এবং রেলিং ভেঙ্গে তৈরী হওয়া দূর্ঘটনার ফাঁদ।

এভাবে মৃত্যুঝুঁকি নিয়ে চট্টগ্রাম নগরীতে মানুষ জনপদে চলাচল করছে। স্কুল কলেজ, অফিস ষ্টাফ থেকে শুরু করে কেউ এ দূর্ঘটনা থেকে বাদ যায়নি।

তার পরও ২ নং গেইট এলাকার বাসিন্দা নজরুল ইসলাম নামে এক ব্যাক্তি দূর্ঘটনায় কবলিত হওয়ার পরও সিডিএ ও সিটি কর্পোরেশনকে হেদায়েত করার জন্য আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া চেয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.