ওদের খবর কেউ রাখে না

0

জুবায়ের সিদ্দিকী :  চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া, আশরাফ আলী রোড, আছাদগঞ্জ, খাতুনগঞ্জ, গোসাইলডাঙ্গা, ফকির হাট, বিল্লাল পাড়া, বলিরপাড়া, ছোটপুল, সিডিএ আবাসিক এলাকা, বেপারী পাড়া,মুহুরী পাড়া ও হালিশহরে এলাকার মানুষ দিনে রাতে ২বার হচ্ছে পানি বন্দি। একসেস রোড়ে শত শত ব্যাবসায়ী মাথায় হাত দিয়ে বসে আছেন।

মালামাল বিক্রি হচ্ছে না। কারনঃ জোয়ারের পানিতে রাস্তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। একসেস রোড়ের দুই পাড়ের মানুষ পানি বন্দি থাকেন প্রতিদিন দিনে রাতে। লাশ দাফন হয়না, এ্যাম্বুল্যান্স আসতে পারে না। মা ও শিশু হাসপাতাল জোয়ারের পানিতে ভাসছে । এ এক অমানবিক আচরণ যেন এই মানুষদের সাথে। মহেশখালের মুখে একটি সুইচ গেইট হলেই এর সমাধান।

ভূক্তভোগী মানুষের একটাই দাবী একটি সইচ গেইট। কিন্তু না, জনগনের ট্যাক্সের টাকায় নগরীতে উন্নয়নের কোন দৃশ্যমান নেই। জলাবদ্ধতায় ও জোয়ারের পানিতে ভাসছে নগরবাসী। দূর্গন্ধ ও ভোগান্তিতে লাখ লাখ মানুষ থাকলেও ওদের খবর কেউ রাখেন না। সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিয়ে নগরবাসী উপহার স্বরূপ পাচ্ছেন জলাবদ্ধতা ও জোয়ারের পানি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.