বাংলাদেশের কিশোরী ফুটবলারদের ৩-০ গোলে জয়

0

খেলাধুলা :: সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের মূলপর্বের লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা।

সেই আসরকে সামনে রেখে কৃষ্ণা, সানজিদা, স্বপ্নাদের তৈরি করতে ধারাবাহিকভাবে বিদেশ সফরে খেলার মধ্যে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়া গিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।

সফরে চারটি প্রস্তুতি ম্যাচের শেষটিতে বুধবার ৩-০ গোলে জয় পেয়েছে সানজিদারা। হারিয়েছে ওজু মিডল স্কুলকে।

লাল সবুজের মেয়েদের মধ্যে গোল করেছেন সানজিদা, নার্গিস ও স্বপ্না।

সফরের আগের তিন ম্যাচের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় ও তৃতীয় ম্যাচটি ড্র করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল

প্রথম ম্যাচে কৃষ্ণারা ৬-০ ব্যবধানে হেরেছিল কোরিয়া অনূর্ধ্ব-১৬ দলের কাছে।

দ্বিতীয় ম্যাচে ইয়ুলমাইয়ুন মিডল স্কুলের বিপক্ষে ৯-০ গোলের জয় তুলে নয়ে সফরকারীরা।

হাওয়াচিওন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাই স্কুলের বিপক্ষে তৃতীয় ম্যাচেটি ২-২ গোল ড্র হয়।

কোরিয়া সফরের আগে দুইবার জাপান ও একবার করে চীন ও সিঙ্গাপুর সফর করেছে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা।

জাপানে দুই দফায় ৯টি, চীনে ৫টি ও সিঙ্গাপুরে ২টি ম্যাচ খেলেছে তারা।

থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে বড় বড় দলের বিপক্ষে খেলতে হবে কৃষ্ণা-সানজিদাদের।

যেখানে বাংলাদেশের গ্রুপে আছে উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার মতো দল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.