আগ্রাবাদ একসেস রোড মরণ ফাঁদ

0

জুবায়ের সিদ্দিকী,সিটিনিউজ :: চট্টগ্রাম মহনগরীর আগ্রাবাদ একসেস রোড এখন চলাচলের অযোগ্য। যানবাহনতো দূরে থাক পায়ে হেঁটেও মানুষ চলাচল করতে পারেনা। গত ১৮ জুলাই সকাল ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি মাইক্রোবাস পানি ও গর্তে পড়ে আছে। যানবাহন চলছে খুড়িয়ে খুড়িয়ে। অদূরেই সিটি কর্পেরেশরে ট্রাক ভাঙা কিছু ইট এনে ফেলছে রাস্তায়।

ক্যাবল লাইনের কাজ করছে একটি সংস্থা। ছবি-মো: হানিফ

 

প্রতিদিন গর্তে যানবাহন পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। অদূরে বিশাল গর্ত করে ক্যাবল লাইনের কাজ করছে একটি সংস্থা ২ মাস যাবত। জোয়ারের পানি ও বৃষ্টিতে সয়লাব হচ্ছে গর্ত। এই গর্তে পড়ছে পথচারী ও যানবাহন। এভাবে দূর্ঘটনা ঘটছে প্রতিদিন। ছোটপুল পুলিশ লাইনের সামনের রাস্তায় দীর্ঘ এই গর্ত এখন মরণফাঁদ। সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডিবি নগরীর রাস্তা নিয়ে যেন খেলছে ছিনিমিনি। মানুষের জীবন ও সম্পদ হচ্ছে ওষ্ঠাগত। নগরীকে এভাবে আর কতদিন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.